বুধবার, ১৫ জুলাই ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিনোদন | শিরোনাম | সর্বশেষ » রাষ্ট্র প্রধানদের ঘুম কাড়ছেন এই সুন্দরী ফার্স্ট লেডি
রাষ্ট্র প্রধানদের ঘুম কাড়ছেন এই সুন্দরী ফার্স্ট লেডি
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম কুখ্যাত ড্রাগ মাফিয়া ‘এল চাপো’ গাজম্যানের জেল ভেঙে পালানো নিয়ে চরম অস্বস্তিতে মেক্সিকো সরকার। এহেন পরিস্থিতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর ফ্রান্স সফর নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হলেও, শেষ পর্যন্ত ফ্রান্সের ঐতিহাসিক বাস্তিল ডে (ফ্রান্সে জাতীয় দিবস হিসেবে পরিচিত) প্যারেডে যোগ দিতে ফ্রান্স পৌঁছলেন মেক্সিকোর প্রেসিডেন্ট। আর মেক্সিকোর প্রেসিডেন্ট প্যারিসে পা দেওয়ার সঙ্গেই যেন ‘বসন্ত এসে গেল’ ফ্রান্সে। সৌজন্যে মেক্সিকোর ফার্স্টলেডি অ্যাঞ্জেলিকা রিভেরা।
ফ্রান্সের ২২৬ তম বাস্তিল ডে উপলক্ষে তোড়জোড়ও যেন ফিকে হয়ে গিয়েছে অ্যাঞ্জেলিকার রূপে। এমনিতেই মেক্সিকোর ফার্স্টলেডি যে দেশেই যান, সেই দেশের রাষ্ট্রনেতারা মুগ্ধ হয়ে যান অ্যাঞ্জেলিকায়। ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের অবস্থাও একই হল। পেনা নিয়েতো ও অ্যাঞ্জেলিকা রিভেরাকে অভ্যর্থনা জানাতে গিয়ে রিভেরাতেই মুগ্ধ হয়ে গেলেন ফ্রাসোঁয়া। বিমান থেকে নামতেই অ্যাঞ্জেলিকাকে জড়িয়ে ধরেন ফ্রাসোঁয়া। ফ্রাসোঁয়ার এহেন আচরণে খানিকটা বিব্রত দেখায় অ্যাঞ্জেলিকার স্বামীকে।
এবছর বাস্তিল দিবসের প্যারেডে ফ্রান্সে বিশেষ অতিথি মেক্সিকোর প্রেসিডেন্ট। মেক্সিকোর প্রাক্তন গায়িকা অ্যাঞ্জেলিকা রিভেরাকে ২০১০-এ বিয়ে করেন নিয়েতো। ২০১২-এ এনরিকে পেনা নিয়েতো দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্বাভাবিক ভাবেই অ্যাঞ্জেলিকা মেক্সিকোর ফার্স্ট লেডি। -ইন্ডিয়াটাইমস