সোমবার, ১৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে “দৈনিক যায়যায়দিন’র” ১৪বছরে পদার্পণ উদযাপন॥ লালমোহন বিডিনিউজ
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে “দৈনিক যায়যায়দিন’র” ১৪বছরে পদার্পণ উদযাপন॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজন আর কেক কাটার মধ্য দিয়ে “দৈনিক যায়যায়দিন’র” ১৪বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে সোমবার সকাল ১০টায় লালমোহন প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে পত্রিকার লালমোহন প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি আ: সাত্তার, সম্পাদক ও লালমোহন নিউজ ২৪ ডটকম সম্পাদক জসিম জনি, সদস্য ও মিডিয়া ক্লাব সভাপতি কবি ও প্রভাষক রিপন শান, রিপোটার্স ইউনিটি সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক ও লালমোহন নিউজ ২৪ ডটনেট সম্পাদক শাহিন আলম মাকসুদ, দপ্তর সম্পাদক ও নয়াদিগন্ত প্রতিনিধি মাকসুদুর রহমান পারভেজ, সদস্য ও আমার সংবাদ প্রতিনিধি মো. ইউসুফ আহমদ, প্রেসক্লাব সদস্য ও দৈনিক সংবাদ প্রতিনিধি শাহিন কুতুব, লালমোহন বিডিনিউজ বার্তা সম্পাদক সালাম সেন্টু, এসটিভি ভোলা দক্ষিণ প্রতিনিধি হাসান পিন্টুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।