বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
প্রথম পাতা » বিবিধ » সাংসদ শাওনের পিতার ইন্তেকাল, শুক্রবার লালমোহনে তৃতীয় জানাযা।। লালমোহন বিডিনিউজ
সাংসদ শাওনের পিতার ইন্তেকাল, শুক্রবার লালমোহনে তৃতীয় জানাযা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর তৃতীয় নামাজে জানাযা শুক্রবার (১২ জুলাই) বাদ জুমআ লালমোহন মডেল সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ঢাকার রমনা মধুবাগ মাঠে প্রথম ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে ১১টায় মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এবং বৃহস্পতিবার বাদ আছর লালমোহনে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পরিবর্তিত হয়ে শুক্রবার বাদ জুমআ তৃতীয় জানাযা হবে।পরে লালমোহন মারকাজুল হাজী নূরুল ইসলাম চৌধুরী ক্কওমী মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, মহানগর যুবলীগ দক্ষিণ এর সাবেক সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপির পিতা মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী ১০ জুলাই (বুধবার) ভোর ৪টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।তাঁর মৃত্যুতে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।