
শুক্রবার, ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ভূমিদস্যু আদম বাচ্চু কর্তৃক সাংবাদিকের ভিটি দখলের হুমকির অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ভূমিদস্যু আদম বাচ্চু কর্তৃক সাংবাদিকের ভিটি দখলের হুমকির অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাসন উপজেলাধীন শশীভূষণে সাংবাদিক কামরুজ্জামান শাহীনের মাছ বাজারের দীর্ঘ ৫০/৬০ বছরের ভোগ দখলীয় ঘর ভিটি জবর দখল করার হুমকি প্রদান করেন ভূমি দস্যু নুরুল ইসলাম বাচ্চু ওরফে আদম বাচ্চু।
গত কয়েক মাস ধরে নুরুল ইসলাম বাচ্চু ওরফে আদম বাচ্চু চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানা সদর মাছ বাজারে বেআইনিভাবে নিরিহ দুইটি পরিবারের ঘর ভিটি দখল করেন এবং পরিবারের লোকজনকে হুমকি দিয়ে আসছেন।
সাাংবাদিক কামরুজ্জামান শাহীন জানান, গত ২৯জুন শনিবার বিকাল ৪টার দিকে নুরুল ইসলাম বাচ্চু সাংবাদিক শাহীনকে বাসা থেকে ডেকে তার পিতা সৃজিত ৫০/৬০ বছরের ঘর ভিটি জবর দখলের ও মামলা হামলার ভয় দেখিয়ে হুমকি প্রদান করেন। হুমকির বিষয়টি তাৎক্ষনিক শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলামকে অবহিত করা হয়। তবে এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাংবাদিক কামরুজ্জামান শাহীন।
সাংবাদিক শাহীন আরো জানান, চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানা সদর বাজার-৯৯ নং জে এল ভূক্ত চর শশীভূষণ মৌজার এস এ ৪০৮,৮৮৭,৪৮৯ এর কতেক অংশ ৪৮৫, ৪৮৬, ৪৯০, ৪৯১, ৫৪১,এবং ৫৫৮ নং দাগের জমিতে নবগঠিত শশীভূষণ থানা সদর বাজার। ১৯৫২ ইং সন হইতে সরকারী খাস হিসেবে বিভিন্ন লোকজন দোকান ঘর উত্তোলন করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আসিতেছে। তার পিতা মোঃ ইসহাক মাষ্টার প্রায় ৫০/৬০ বছর পূর্বে এস এ-৫৫৮ যার দিয়ারা ২৪২৮ দাগে বহু কষ্টে ও আর্থিক ব্যায়ে বিভিন্ন গর্ত, ভরাট করিয়া সরকারী খাস জমিতে ভিটি করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছে। এমনকি সরকারের বিভিন্ন সময়ের নির্দেশনা মানিয়া একসনা লিজ (ডিসিআর) গ্রহণ করেছে।
এদিকে গত কয়েক মাস ধরে নুরুল ইসলাম বাচ্চু ওরফে আদম বাচ্চু নামের এক ভূমি দস্যু তার ভিটি দাবী করে জবর দখল করার হুমকি দিচ্ছে। সে শশীভূষণের কিছু চিহ্নিত অপরাধী নিয়ে এসব করছে বলে জানা যায়।
এ ব্যাপারে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিক শাহীন মৌথিক জানিয়েছেন। কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।
তবে সাংবাদিক কামরুজ্জামান শাহীন ও তার পরিবার ভূমিদস্যুর ভয়ে এখন অসহায় দিন যাপন করছেন। এ ব্যাপারে তিনি আইনশৃংখলাবাহিনী ও প্রশাসনের সহায়তা কামনা করেছেন।