বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিনোদন | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : বিপুল উৎসাহ উদ্দীপণা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভোলার লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৪টায় মনোরঞ্জন চন্দ জয়হিন্দ এর সভাপতিত্বে ও টেলি কনফারেন্সের মাধ্যমে রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গন থেকে রথযাত্রা উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ওয়াপদা রোড এলাকার গনেশ বাবুর বাসায় অস্থায়ী শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট মন্দিরে গিয়ে শেষ হয়।
লালমোহন হরেকৃষ্ণ নামহট্ট সংঘের আয়োজনে ও হিন্দু সমাজ সম্মেলনীর সার্বিক সহযোগীতায় রথযাত্রা মহোৎসবে উপজেলার বিভিন্ন এলাকার ভক্ত অনুরাগীরা অংশগ্রহণ করেন।
এসময় কীর্তনের সাথে সাথে নাচেন ভক্ত অনুরাগীরা।
এদিন ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠানের শুভ সুচনা হয়। সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরু পূজা, ১০টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, দুপুর ১টায় ভোগ আরতি, ২টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি কীর্তন অনুষ্ঠিত হয়।
আগামী ১২ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি ঘটবে।