
মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অপরিকল্পিত স্ট্যান্ড আর ফুটপাত দখলের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে অপরিকল্পিত স্ট্যান্ড আর ফুটপাত দখলের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার সদর বাজারের অপরিকল্পিত যানবাহন স্ট্যান্ড, যত্রযত্র গাড়ি পাকিং ও অবৈধভাবে পথচারীদের চলাচলের ফুটপাত দখল করে দোকানীদের মালামাল রাখার ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যানবাহন, স্থানীয় এলাকার যানবাহনসহ প্রতিনিয়ত বাজারে আসা লক্ষাধিক মানুষের সমাগমপূর্ণ লালমোহন বাজারের চৌরাস্তা আর ত্রিমূখী পথের সংযোগ বাজারের থানা মোড় এলাকাটি ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত। ব্যস্ততম এ বাজারের যত্রতত্র রয়েছে অপরিকল্পিত হোন্ডা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড। ফলে বাজারের মধ্যে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। শুধু তাই নয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারের চৌরাস্তা এলাকার দক্ষিণে রাস্তার দুইপাশ ঘিরে রয়েছে গজারিয়াগামী অটো স্ট্যান্ডসহ ব্যাটারী চালিত রিক্সা, পশ্চিমপার্শ্বে রাস্তার দুইপাশ ঘিরে রয়েছে নাজিরপুরগামী অটোস্ট্যান্ড, হোন্ডাস্ট্যান্ডসহ ব্যাটারী চালিত রিক্সা, উত্তর ও পুর্ব পার্শ্বেও রয়েছে অটোস্ট্যান্ড আর হোন্ডা স্ট্যান্ড। এ ব্যস্ততম মোড়েই দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করছে ভোলা বাস মালিক সমিতির যাত্রীবাহি বাস। ব্যস্ততম মোড়ে দখলে বাদ পড়েনি ফুটপাত দোকানীরাও। সবমিলিয়ে বাজারের চৌরাস্তাটি যানবাহন স্ট্যান্ড আর দোকানিদের দখলে থাকার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারিরা।
বাজারের পূর্বদিকে আরেক ব্যস্ততম এলাকা ও ত্রিমূখী রাস্তার সংযোগস্থল লালমোহন থানা মোড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীবাহি বাস, ভোলা বাস মালিক সমিতির যাত্রীবাহি বাস এখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়। এ ত্রিমূখী এলাকাটিও ঘিরে রয়েছে মাইক্রো, হোন্ডা, অটো, ব্যাটারীচালিত রিক্সা, জিপ ও সিএনজি স্ট্যান্ড। এ এলাকাটির পূর্বদিকে মঙ্গলশিকদার সড়কের সন্নিকটেই করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজ। সড়কটির দুপাশ ঘিরে দাঁড়িয়ে থাকে জিপ, অটো, হোন্ডা ও অটোরিক্সা। আর ফুটপাত ঘিরে রেখেছে দোকানিরা। ফলে বাধ্য হয়েই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীসহ শিক্ষার্থীদের। এ এলাকায় প্রায় প্রতিদিনই ঘটে দূর্ঘটনা।
ব্যস্ততম লালমোহন বাজারের উত্তরপ্রান্তে অবস্থিত লালমোহন বালক মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণপ্রান্তে সরকারি শাহবাজপুর কলেজ ও সদর স্বাস্থ্য কমপ্লেক্স, পুর্বপ্রান্তে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ এবং মা ও শিশু ক্লিনিক, পশ্চিমপ্রান্তে কামিল মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষার্থীর চলাচল। কিন্তু লালমোহন পৌরসভা কর্তৃক অপরিকল্পিত যানবাহন স্ট্যান্ড ও পথচারীদের চলাচলের জন্য ফুটপাত অবৈধ দখলে রাখার ফলে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার আংশকায় থেকেও শিক্ষার্থীদেরকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে বাধ্য হন অভিভাবকগণ।
লালমোহন বাজার যানজটমুক্ত ও পথচারীদের চলাচল নিবিঘ্ন করতে অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করতে ইতোমধ্যে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। তাঁর উচ্ছেদ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েন স্থানীয়রা। তবে আবারও অপরিকল্পিত স্ট্যান্ড আর ফুটপাত বেদখল হওয়ার ফলে ফিরে বাজারের সেই পুরোনো চিত্র। লেগে রয়েছে ভোগান্তির রেশ।
স্থায়ীভাবে লালমোহন বাজার যানজটমুক্ত, ফুটপাত দখলমুক্ত করে পথচারী ও শিক্ষার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে এগিয়ে আসবেন কি স্থানীয় প্রশাসন? এমনটাই প্রশ্ন সচেতনমহলের।