বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কলেজ শিক্ষকদের নিয়ে আইসিটি বিষয়ক ইন-হাউজ ট্রেনিং এর সনদপত্র বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে কলেজ শিক্ষকদের নিয়ে আইসিটি বিষয়ক ইন-হাউজ ট্রেনিং এর সনদপত্র বিতরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিস্তার প্রকল্পের আওতায়, ভোলা জেলা শিক্ষা অফিসের আয়োজনে লালমোহন উপজেলার কলেজ শিক্ষকদের নিয়ে ছয়দিনব্যাপী ইন-হাউজ টিচার্স ট্রেনিং ২য় পর্যায় সম্পন্ন হয়েছে ।২২ জুন ২০১৯ থেকে শুরু হওয়া প্রশিক্ষণের সমাপনী দিন ২৭ জুন ২০১৯ বিকেলে লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের নুরুন্নবী চৌধুরী আইসিটি ভবনে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম । প্রশিক্ষণে অংশগ্রহণকারী কলেজ শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন মন্ডল, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ব্রজকিশোর অধিকারী ও ইন-হাউজ টিচার্স ট্রেনিং এর ট্রেইনার হোসনে আরা নাহার । একই দিন সকালে একই মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী কলেজ শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেছেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল হাসান রুমি।