মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দক্ষিণ বদরপুরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী অলিউল্ল্যা হাওলাদার।। লালমোহন বিডিনিউজ
দক্ষিণ বদরপুরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী অলিউল্ল্যা হাওলাদার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নকে উত্তর ও দক্ষিণে দু-ভাগে বিভক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন হলেও ইতোমধ্যেই ওই নবগঠিত ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার কে হবেন সেই আলোচনায় চায়ের কাপে ঝড় তুলছেন স্থানীয়রা। ইতোমধ্যে বিভক্ত ওই ইউনিয়ন দুটির মধ্যে বদরপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মো. অলিউল্ল্যা হাওলাদার (মেম্বার)।
পরপর ৫বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত অলিউল্ল্যা হাওলাদার কে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চায় দক্ষিণ বদরপুরবাসী।
স্থানীয়রা জানায়, জনসম্পৃক্ততা ও দক্ষতার ফলে ৩নং ওয়ার্ড (সাবেক৭,৮,৯) থেকে দু-বার ও ৯নং ওয়ার্ড চরকচ্ছপিয়া থেকে পরপর তিনবারসহ ৫বার ইউপি সদস্য হন তিনি। আর এমন জনসম্পৃক্ত ব্যাক্তিকেই এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তারা।
এ বিষয়ে আলাপকালে অলিউল্ল্যা হাওলাদার মেম্বার বলেন, বদরপুর ইউনিয়ন দু-ভাগে বিভক্তের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। বিভক্ত ঘোষণা হলে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন কিনা জানতে চাইলে বলেন, মানুষের ভালবাসায় ৫বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। তারা চাইলে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হবো ইনশাআল্লাহ।