মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জেলা ছাত্রলীগের মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন-বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় জেলা ছাত্রলীগের মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন-বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে ধর্ষক ও নারী নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত করে মেয়াদ উর্ত্তীণ কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী ।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্যে বর্তমান কমিটির সহসভাপতি তৌয়বুর রহমান স্বীকার করেন ২০১৫ সালে গঠিত ও কেন্দ্র থেকে ঘোষিত ১০ সদস্যের সকলেই বিবাহিত। এদের মধ্যে সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন চাঁদাবাজি মামলায় জেলে রয়েছেন, এ ছাড়া জাতীয় শোকের মাস ১৫ আগষ্ট এক বিএনপি নেতা সিরাজ চেয়ারম্যানের মেয়েকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। এ ছাড়া তার বিরুদ্ধে দুটি নারী নির্যাতন, ২টি চাঁদাবাজি মামলা রয়েছে। সাধারণ সম্পাদক রিয়াজ মাহামুদ ধর্ষণ মামলার আসামী। তার বিরুদ্ধেও নারী নির্যাতনসহ ৪টি পৃথক মামলা রয়েছে। অভিযুক্ত এসব নেতৃবৃন্দের ছাত্রলীগের মত ঐতিহ্যবাহী সংগঠনের পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এমন দাবি করে ওই কমিটি বাতিল করে নতুন কমিটির জন্য সম্মেলন আহ্বানের দাবি জানান আন্দোলনকারী ছাত্রনেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সভাপতি তৈয়বুর রহমান, যুগ্ন সম্পাদক আকবর হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ মারসেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন অমি, পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, ভোলা কলেজ ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইভান, ছাত্রলীগ নেতা রায়হান, আলমাস, লাবিবসহ অন্যান্যরা। পরে ছাত্রলীগ নেতারা শহরে একটি বিক্ষোভ মিছিল করেন।