বুধবার, ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জেলা ছাত্রলীগের সভাপতি পাপন গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
ভোলায় জেলা ছাত্রলীগের সভাপতি পাপন গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) রাত সোয়া ১২টা দিকে ভোলা সরকারি কলেজ সংলগ্ম বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাবেক জেলা ছাত্রলীগ নেতা মুশফিক জানান, কয়েক দিন ধরে ভোলায় ছাত্রলীগের দলীয় অভ্যন্তরিণ কোন্দল চলে আসছে। এই নিয়ে ছাত্রলীগের একটি গ্রুপ ছাত্রলীগের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত জেলা কমিটি ভেঙে দিতে কয়েক দিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। গত মঙ্গলবারও সদর রোডে মিছিল সমাবেশ করেছে নুতন পদ প্রত্যাশিরা।
তবে দলীয় অভ্যন্তরিণ কোন্দলের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তার পরিবার।
এদিকে তার মুক্তির দাবি জানিয়েছেন জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
ভোলা মডেল থানার ওসি মো. ছগির মিঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৪ টি মামলা রয়েছে। যার মামলা নং জিআর ২৩/১৯, জিআর ২২১/১৯, জিআর ৫৫৮/১৮, জিআর ২৫৫/১৭।