সোমবার, ১৭ জুন ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » পয়সা লাগবে বিকাশ-রকেট-নগদের ব্যালেন্স জানতে।। লালমোহন বিডিনিউজ
পয়সা লাগবে বিকাশ-রকেট-নগদের ব্যালেন্স জানতে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : এখন থেকে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) ক্ষেত্রে প্রতিবার আর্থিক হিসাব দেখতে মোবাইল ফোন অপারেটরকে ৪০ পয়সা চার্জ দিতে হবে। আজ সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, রকেট, নগদ, এম ক্যাশ, শিওরক্যাশের মতো প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এত দিন এই সেবা মোবাইল ফোন অপারেটরগুলো বিনামূল্যে দিয়ে এসেছে। তবে চার্জের এই অর্থ প্রতিষ্ঠানগুলো নিজে পরিশোধ করবে নাকি গ্রাহকের কাছ থেকে নেবে তা এখনো নিশ্চত হওয়া যায়নি।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি লেনদেন, ব্যালেন্স যাচাই বা স্টেটমেন্ট নেওয়াসহ নানা ধরনের কাজকে একটি সেশন ধরা হবে। আর প্রতিটি সেশনের সময় হবে ৯০ সেকেন্ড। প্রতি সেশনের জন্য মোবাইল ফোন অপারেটরদের ৮৫ পয়সা করে দিতে হবে। একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে শুধু ব্যালেন্স চেক করতে গ্রাহককে সেশনের চার্জ দিতে হবে ৪০ পয়সা।
এমএফএস প্রতিষ্ঠানগুলো আর্থিক লেনদেনের জন্য মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে। মূলত এই নেটওয়ার্ক ব্যবহারের জন্যই পয়সা দিতে হবে এমএফএস অপারেটরদের। যদিও এর আগে কখনো গ্রাহকরা আর্থিক হিসাব দেখতে পয়সা খরচ করেনি। তবে এখন থেকে আর বিনামূল্যে এই সেবা পাবে না গ্রাহক।