
রবিবার, ১৬ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে জমি নিয়ে দুই ভাইর পরিবারে মধ্যে সংঘর্ষ আহত-৫।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে জমি নিয়ে দুই ভাইর পরিবারে মধ্যে সংঘর্ষ আহত-৫।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইর পরিবারের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
রোববার (১৬ জুন) চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডে বিরোধীয় জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মাথায় গুরুতর আঘাত হওয়ায় কর্তব্যরত ডাক্তার সুমিত্রা মজুমদার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন, কাজল বাতান (৬০), সুজন বাতান (৩০), কাশেম বাতান (৫৫), সোহেল (২৮) ও ফারুক (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে কাশেম বাতান ও কাজল বাতান দুই ভাইয়ের পরিবার মধ্যে বিরোধীয় জমিতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। দুই পক্ষের কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ সংবাদ লেখা রাত ৮টা পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি।