রবিবার, ১৬ জুন ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সেনা পদোন্নতিতে মুক্তিযুদ্ধের চেতনায় জোর প্রধানমন্ত্রীর।। লালমোহন বিডিনিউজ
সেনা পদোন্নতিতে মুক্তিযুদ্ধের চেতনায় জোর প্রধানমন্ত্রীর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সেনাবাহিনীর কর্তকর্তাদের পদোন্নতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, পেশাগত দক্ষতা-শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৬ জুন) সকালে, সেনা সদর দপ্তরে পাঁচ দিনের সেনা সদর নির্বাচনি পর্ষদ-২০১৯ এর উদ্বোধনকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হবে। যোগ্য ও দক্ষদের পদোন্নতি দেবে শীর্ষ সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নির্বাচনি পর্ষদ। সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পাবেন এসব কর্মকর্তা।