বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ব্যক্তিগত স্বার্থে নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।। লালমোহন বিডিনিউজ
ব্যক্তিগত স্বার্থে নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিজের ব্যক্তিগত স্বার্থে নয় বরং জাতিকে শিক্ষিত করা ও দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার ( ৬ জুন) লালমোহন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
শাওন বলেন, রাষ্টনায়ক শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে ইতোমধ্যে তিনি ২৭হাজার বিদ্যালয় জাতিয়করণ করেছেন। ইতোপূর্বে ১৬০০ প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে আরো প্রায় ৩০০০ শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।
শিক্ষকদের উদ্দেশ্য শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সম্মান বাড়িয়েছে, আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন। আপনারা যা চেয়েছেন তার সবকিছুই পুরণ করেছেন। তাঁর জন্যই আমরা একশত বছর পর যে সুফল ভোগ করার কথা তা আমরা দশ বছরেই পেয়েছি।
বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমিসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।