সোমবার, ১৩ জুলাই ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ভোলার মনপুরায় পৌঁছাল ডিজিটালের ছোঁয়া আলোয় আলোকিত তথ্য-প্রযুক্তি ক্লাস
ভোলার মনপুরায় পৌঁছাল ডিজিটালের ছোঁয়া আলোয় আলোকিত তথ্য-প্রযুক্তি ক্লাস
মনপুরা সংবাদদাতা : মনপুরায় পৌঁছাল ডিজিটালের ছোঁয়া। হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপন করায় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এবার হাতে-কলমে তথ্য প্রযুক্তি ক্লাসে শিখতে পারবে কম্পিউটার শিক্ষা। এতে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। এখানে দিনের বেলায় থাকে না বিদ্যুৎ। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ পর্যন্ত পাউয়ার হাউজের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাই এখানকার স্কুল- মাদ্রাসায় কম্পিউটার থাকার পরও বিদ্যুতের কারনে শিক্ষার্থীরা শিখতে পারছেনা বিজ্ঞানের অন্যতম আবিস্কার কম্পিউটার।
উপজেলার হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আইপিএস-এর মাধ্যমে সপ্তাহে দুটি ক্লাস করানো সম্ভব হলেও অন্য স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা থাকে বঞ্চিত।
৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে জিআইজেড ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কর্তৃক হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয় সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা হয়। জিআইজেড ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কর্তা ব্যাক্তিরা জানান, সোলার প্যানেল স্থাপন করায় স্কুলের শিক্ষার্থীরা এখন দিনের বেলায় ক্লাসে কম্পিউটার শিখতে পারবে। এখন থেকে সোলারের আলোয় আলোকিত হবে তথ্য-প্রযুক্তি ক্লাস।
মনপুরা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, বর্তমান বিশ্বে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। এই দুর্ঘম উপকূলের শিক্ষার্থীরা যাতে এই শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে সেদিকে যথাযত কর্তৃপক্ষ যেন নজর দেয়। তাই এই উপকূলের প্রত্যেকটি স্কুল-মাদ্রাসায় সোলার প্যানেল স্থাপন করে সরকার তিনি দাবী করেন।