শুক্রবার, ৩১ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’র ইফতার অনুষ্ঠিত॥লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’র ইফতার অনুষ্ঠিত॥লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও ছাত্র ফেডারেশনের উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফজিলতুননেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের প্রায় দুইশতাধিক নেতা-কর্মি ও এতিম শিশুরা অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ সভাপতি ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর, আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল্যাহ কিরণ, সম্পাদক আঃ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার, সেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান নয়ন, শহর সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুমন দাস, যুবলীগ সহ-সভাপতি লিটন মহাজন, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক হাসান, ফরহাদ হোসেন, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি মোঃ নকিব হোসেন, সহ-সভাপতি মোঃ সাগর, মোঃ হাসান, সম্পাদক মোঃ আরিফ ফরাজী, সাংগঠনিক সম্পাদক সাগর দত্ত, রিয়াজ, সোহেল, যুগ্ম সম্পাদক রুবেল ফরাজী, সংগঠনের চাঁদপুর (উত্তর) সভাপতি মোঃ শিহাব মীর , সম্পাদক মোঃ ডালিম, চাঁচড়া ইউনিয়ন সভাপতি মোঃ সময়, সম্পাদক মোঃ শাকিল প্রমুখ।