মঙ্গলবার, ২৮ মে ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই জনের জেল।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই জনের জেল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার শান্তিরহাট চৌরাস্তার বোরহানউদ্দিন এর খাল এলাকা থেকে বালু উত্তোলনের দায়ে মোসলেহউদ্দিন (৩৫) ও দেলোয়ার হোসেন (৬৫) কে এক বছর করে কারাদন্ড দিয়েছে
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল হক।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেওয়া হয়।
জানা যায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল আটক মোসলেহ উদ্দিন ও দেলোয়ার হোসেন।
পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল হক তাদেরকে আটক করেন। বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর খ, গ, ছ, ধারার অপরাধে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মোসলেউদ্দিন পশ্চিম চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শেখ ফরিদ এর ছেলে ও দেলোয়ার হোসেন গঙ্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।