রবিবার, ১৯ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অটোচালককে হত্যাচেষ্টা, আটক-৩
লালমোহনে অটোচালককে হত্যাচেষ্টা, আটক-৩
ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে মো: হেলাল (১৫) নামের এক অটোচালককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার চরভুতা বালুরচর বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার চরভূতা ইউনিয়ন ৮নং ওয়ার্ড এলাকার অটোচালক মো: মফিজল সরদার অসুস্থ্য থাকায় গত ১৭ মে (শুক্রবার) তার কিশোর ছেলে হেলালকে অটো চালাতে দেন। ওইদিন রাত আনুমানিক দশটার দিকে লালমোহন বাজার চৌরাস্তা থেকে উপজেলার কালমা বালুরচর যাওয়ার জন্য তিন যাত্রী হেলালের অটো ভাড়া নেয়।
হেলাল জানায়, রাত অনুমান সাড়ে দশটার দিকে বালুরচর বাজারে পৌছালে স্থানীয় মাছের টলঘরের সামনে আমার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা মাটিতে কলাপাতা বিছিয়ে আমাকে জবাই করতে চাকু বের করে। একপর্যায়ে তাদের দুজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানায় হেলাল। পরে স্থানীয় লোকজন ও থানা পুলিশের সহযোগিতায় যাত্রীবেশী ওই তিনজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, মো: আজাদ (২০), সে ফরাজগঞ্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ড আবুগঞ্জ বাজার এলাকার মো: বাবুলের ছেলে। মো: শরিফ (১৯), সে কালমা ইউনিয়ন ১নং ওয়ার্ড রহিমপুর এলাকার দফাদার বাড়ির মো: শফিকুলের ছেলে। মো: আলআমিন (১৯), সে কালমা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বালুরচর এলাকার মো: মিজানের ছেলে।
এ ঘটনায় হেলালের পিতা মফিজল সরদার বাদি হয়ে পরদিন শনিবার (১৮ মে) লালমোহন থানায় মামলা দায়ের করা করেন। মামলা নং-৩০।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।