বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার চরভূতায় বিদ্যুৎস্পৃস্টে মোঃ মিন্টু নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার আচির বাপের বাড়ির কুট্টি পিটারের ছেলে। সে চরভূতা ৪নং ওয়ার্ড এলাকায় শ্বশুর বাড়িতে থাকতো। সেখানেই বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধনাবসত বিদ্যুৎস্পৃস্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির লালমোহন নিউজ ২৪ ডটনেটকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা প্রেরণ করা হয়েছে।