শনিবার, ৪ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দু-পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে দু-পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের থানার মোড়ে দু পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার ( ৪ মে) রাত নয়টার দিকে থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার থানার মোড় এলাকায় ইজিবাইকের পৌর টোল আদায়কে কেন্দ্র করে বিআরটিসি কাউন্টারের শ্রমিক সাখাওয়াত ও পৌর ৪নং ওয়ার্ড এলাকার মৃত কাঞ্চন মিয়ার ছেলে সোহেলের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সাময়িক সমাধান হলেও শনিবার থানার মোড় এলাকায় সোহেলের উপস্থিতি দেখে পুনরায় সাখাওয়াত ও সোহেলের মধ্যে হাতাহাতি হয়। তারই রেশ ধরে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। থানার মোড় এলাকার তোফা, সীমান্ত, ইশরাত, শ্যামলী, যমুনা বাস কাউন্টার ভাঙচুর করা হয় বলে অভিযোগ কাউন্টার শ্রমিকদের। হামলায় দু পক্ষের সাহেবনুর (শাবনুর) ও সোহেল নামের দুজন আহত হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।