শুক্রবার, ৩ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কোটি টাকা নিয়ে লাপাত্তা রঙ্গন টেইলার্সের মালিক গোবিন্দ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে কোটি টাকা নিয়ে লাপাত্তা রঙ্গন টেইলার্সের মালিক গোবিন্দ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : কোটি টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে লাপাত্তা হয়েছেন ভোলার লালমোহন পৌর শহরের মোল্লা জামে মসজিদ রোডে “রঙ্গন ফেব্রিক এন্ড টেইলাস” এর মালিক গোবিন্দ মজুমদার।
গত ২৬ এপ্রিল (শুকবার) এ ঘটনা ঘটে।
গত ১ সপ্তাহ তার কোন খোজ খবর পাওয়া যাচ্ছে না। জানা যায়, বিভিন্ন এনজিও, ও ব্যাংক থেকে ঋণ এবং স্থানীয় কয়েকজন শিক্ষকও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে উধাও হন গোবিন্দ।
ব্যাংক ও এনজিওর ঋণের জামিনদার করেছেন কয়েকজন শিক্ষককে। গোবিন্দ মজুমদার প্রায় কোটি টাকা নিয়ে ভারতে পালিয়ে অবস্থান করছে ধারণা করছেন ভুক্তভোগীরা।
গোবিন্দের এমন উধাও হওয়ার ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভের সাথে বলেন, ব্যাংক, এনজিও শিক্ষকগণ কিভাবে গোবিন্দ কে এতগুলো টাকা দেয়। যার দেড় ঠেং (পা) ইন্ডিয়ায় আর আধা ঠ্যাং বাংলাদেশে। আমরা ঋণের জন্য গেলে কত কি যে লাগে। কাগজপত্র গোছানোর ভয়েই তো ঋণের সাধ মিটে যায়।