শুক্রবার, ৩ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা প্রশাসকের প্রশংসনীয় উদ্যোগ।। লালমোহন বিডিনিউজ
ভোলা জেলা প্রশাসকের প্রশংসনীয় উদ্যোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ঘূর্ণীঝড় ফণীর সতর্কবার্তার কারণে বৃহস্পতিবার (২ মে) সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হলে বিপাকে পরে যায় ভোলার অর্ধশতাধিক বিসিএস পরীক্ষার্থী।
পরীক্ষা দিতে বিভাগীয় শহর বরিশালে যাওয়ার কোন উপায়ন্তর করতে না পেরে অবশেষে তারা ভোলা জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম সিদ্দিক’র শরনাপন্ন হন। শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু কেহই এই রাতে ফেরি ছাড়তে সাহস না করলে তিনি এ ডি সি জেনারেল মুজাহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার হোসেনকে পরীক্ষার্থীদের নিয়ে ফেরিঘাটে যেতে বলেন এবং যে করেই হোক পরীক্ষার্থীদের বরিশাল পৌঁছানোর ব্যবস্থা করতে বলেন।
ভেদুরিয়া ফেরীর ম্যানেজার ও মাস্টার কে অনুরোধ করলে শুধুমাত্র বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে একটা ফেরি যেন লাহারহাট পৌঁছে দিয়ে আসে। কিন্তু তারা ভয় পাচ্ছিল এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ নেই মর্মে অজুহাত সৃষ্টি করলেও এক পর্যায়ে সাড়ে দশটার দিকে অর্ধশতাধিক বিসিএস পরীক্ষার্থী নিয়ে নিরাপদে লাহারহাট পৌঁছাতে সক্ষম হন।
এদিকে শুক্রবার (৩মে) সকাল ৭ টায় ১০ টি স্পিড বোডের মাধ্যমেও বিসিএস পরীক্ষার্থীদের বরিশাল পৌছানোর ব্যবস্থা করেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক। তাঁর এই প্রশসংনীয় ভূমিকাকে স্বাগত জানিয়ে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভোলাবাসী।