বৃহস্পতিবার, ২ মে ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক | প্রবাস | শিরোনাম | সর্বশেষ » সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০বাংলাদেশী নিহত।। লালমোহন বিডিনিউজ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০বাংলাদেশী নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেম্ত : সৌদি আরবের সাগরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুজন। তাদের সাগরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের কর্মকর্তা ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির রাজধানী রিয়াদ থেকে গাড়িতে করে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। এঁদের মধ্যে ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে প্রেস উইংয়ের কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।