মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মিজা ফখরুলের আসন শূন্য ঘোষণা।। লালমোহন বিডিনিউজ
মিজা ফখরুলের আসন শূন্য ঘোষণা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন (বগুড়া ৬) শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
দেশের বিধান অনুয়ায়ী নতুন সংসদ শুরুর ৯০ কার্যদিবসের মধ্যে নির্বাচিত এমপিদের শপথ নিতে হয়। সে অনুয়ায়ী, মঙ্গলবার (৩০ এপ্রিল) ছিল শপথ নেওয়ার শেষ দিন।
গত কয়েকদিনে বিএনপি থেকে নির্বাচিত বাকি পাঁচজন শপথ নিয়েছেন। তাদের চারজন ২৯ এপ্রিল (সোমবার) শপথ নেওয়ার পর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে অনুমতিক্রমে তারা শপথ নিয়েছেন।
বাকি ছিলেন মহাসচিব ফখরুল ইসলাম ইসলাম আলমগীর। দলের জাতীয় পর্যায়ের নেতাদের মধ্যে একমাত্র তিনিই জিতেছিলেন।
মঙ্গলবার রাতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদে জানান, মি. চৌধুরী শপথ নেওয়ার কোনো আবেদন করেননি, বা শপথ নেওয়ার জন্য বাড়তি কোনো সময়ও চাননি। ফলে বিধি অনুয়ায়ী তিনি মি. চৌধুরীর আসনটি শূন্য ঘোষণা করছেন।
আসন শূন্য ঘোষণার বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেছেন, দলীয় কৌশলের অংশ হিসাবে তিনি শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
“দলকে গোছাতে, এগিয়ে নিতে এখন অনেক কাজ করতে হবে। আমাকে অনেক সময় দিতে হবে। সে কারণে সংসদের বাইরে থেকে আমি দলের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, এটা দলেরই একটি কৌশল…যারা শপথ নিয়েছেন তারা সংসদের ভেতরে কাজ করবেন, আমি বাইরে থেকে কাজ করবো বলেও জানান তিনি।