রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক -২।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক -২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ২১ পিস ইয়াবাসহ জাকির হাওলাদার (৪৫) ও বাবলু তালুকদার (৪৭) নামক ২ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বোরহানউদ্দিন থানার এস আই. মোহাইমিনুল, আলমগীর, এ এসআই মোঃ আসাদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। উপজেলার কেরামতগঞ্জ বাজার থেকে ১৭ পিস ইয়াবাসহ জাকির ও পৌর বাজার এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ বাবলু তালুকদারকে আটক করেন থানা পুলিশ। আটক জাকির হোসেন বড় মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছালাউদ্দিন হাওলাদারের ছেলে ও বাবলু তালুকদার পৌর ৫ নং ওয়ার্ডের মৃত মোঃ শাজাহান তালুকদারের ছেলে। আটক কৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানান, মাদক সেবন কারী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কোন আপস নয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।