মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চরফ্যাশনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ইউএসএআইডি’র সহোযোগিতায় “জাতীয় পুষ্টি সপ্তাহ”পালিত হয়েছে।
সুস্থ, সবল ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ এর কর্মসূচি ঘোষণা করা হয়।
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ডাক্তার শিরাজ উদ্দিনের নেতৃত্বে একটি র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার শিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আশিষ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, ইউএসএআইডি’র ইনকা প্রকল্পের ক্লাস্টার ম্যানেজার মোঃ সুরুজ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, সেবিকা ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাতৃ পুষ্টি, শিশুর পুষ্টি, কৈশরকালীন পুষ্টি ও দৈনন্দিন খাদ্যভ্যাসের বিষয়ে আলোচনা করেন।