রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিনোদন | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনপুরায় নববর্ষ পালিত।। লালমোহন বিডিনিউজ
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনপুরায় নববর্ষ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ঝাকঝমকপুর্ণ বাংলা নববর্ষ ১৪২৬ পালিত হয়েছে।
বাংলা শুভ নববর্ষ ১৪২৬ পালনে মনপুরা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন। সকাল ৮টায় উপজেলা পরিষদ সামনে থেকে ‘এসা হে বৈশাখ এসো’ শ্লোগানে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়।
র্যালীতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। র্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
বর্ষবরণ অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছালাহউদ্দিন হেলাল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মাহমুদুর রশিদ, মনপুরা সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, হাজিরহাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, হাজিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, সুশিল সমাজের নের্তৃবৃন্দ ও স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।