সোমবার, ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বজ্রপাতে গরুর মৃত্যূ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় বজ্রপাতে গরুর মৃত্যূ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলায় বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরনোয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। গরুর মালিক কৃষক মো: ছালাহ উদ্দিন জানায়, দুইটি গাভীর দুধ বিক্রি করে সংসার ব্যায় নির্বাহ করতেন।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চরনোয়াবাদ গ্রামে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ওই এলাকার কৃষক ছালাহ উদ্দিনের দুইটি গাভী বাড়ির পাশের কৃষি জমিতে বাঁধা অবস্থায় বজ্রপাতে মারা যায়।
তার পাঁচ সন্তানের সংসার এ গাভী দুইটির দুধ বিক্রি করে চালাতেন বলেও জানায় স্থানীয়রা। গরু দুইটির মৃত্যুতে কৃষক ছালাহ উদ্দিন সহায় সম্বলহীন হয়ে পড়েছেন।