সোমবার, ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে মো. জসিম (২৫) নামের এক শ্রমিক ও বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে নিহত জসিম উপজেলার চর মাদ্রাজ মধুমতি ব্রিক্সের শ্রমিক ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত আরিফ উপজেলার দক্ষিণ আইচা থানার চর কলমি ইউনিয়নের নাসির মুন্সির ছেলে।
সোমবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মধুমতি ব্রিক্সের কাজ করার সময় বজ্রপাতে মো. জসিম নিহত হয় এবং দুপুরে উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নে বিদ্যুৎ দিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে আরিফ নিহত হয়।
এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশনে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় উপজেলার মাদ্রাজ ইউনিয়নে মধুমতি ব্রিক্সে কাজ করার সময় বজ্রপাতে মো. জসিম ঘটনাস্থলেই মারা যায়। নিহত জসিম জিন্নাগড় ৬ নং ওয়ার্ডের নুর হোসেন মিস্ত্রির ছেলে।
অপরদিকে উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নে দুপুরে আরিফ তাদের বাড়ির পুকুরে বিদ্যুৎ সংযোগ দিয়ে মাছ শিকার করছিলো। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।