রবিবার, ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দক্ষিণ আইচায় দুই মণ জাটকা আটক।। লালমোহন বিডিনিউজ
দক্ষিণ আইচায় দুই মণ জাটকা আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা কোস্টগার্ড কর্তৃক ৮০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে । যার মূল্য অনুমানিক প্রায় ২০ হাজার টাকা ।
চরমানিকা আউটপোষ্ট কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রজব আলীর নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম রবিবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় তেতুলিয়া নদীতে অভিযান চালায়।
এ সময় অভিযান চালিয়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জাটকা মাছ বিক্রি করার উদ্দেশে নেওয়ার পথে কুড়াইল্লা সুলিজ ঘাট থেকে ৮০ কেজি জাটকা মাছসহ ছোট ১টি ট্রলার আটক করা হয়। আটককৃত ট্রলারটি কে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন মোবাইল কোর্টের মধ্যেমে ৪০০ হাজার টাকা করে জরিমানা করেন।
পরে জাটকা মাছগুলো চরমানিকা ও চরকচ্ছপিয়া বিভিন্ন এতিম খানা ও দুঃস্হদের মাঝে বিতারণ করা হয়েছে ।