রবিবার, ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিদেশী মদসহ র্যাবের হাতে আটক-২।। লালমোহন বিডিনিউজ
ভোলায় বিদেশী মদসহ র্যাবের হাতে আটক-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ১৭ বোতল বিদেশী মদ ও বিভিন্ন ব্রান্ডের ৩৭২ ক্যান বিয়ারসহ মো. মাইনুদ্দিন ও মো. মজিবর নামের দুইজনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
রবিবার (৭এপ্রিল) দুপুর ১২টার দিকে র্যাব-৮ এর আওতাধীন ভোলা ক্যাম্পের সদস্যরা শহরের ভোলা ক্লাব থেকে এদের আটক করা হয়।
এসময় ভোলা ক্লাবের আলমারী থেকে ১৭ বোতল বিদেশী মদ ও ৩৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়। আটক মো. মাইনুদ্দিন সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের নজির আহমেদের ছেলে ও মো. মজিবর উপজেলার বাপ্তা ইউনিয়নের মো. ইউনুছের ছেলে। এরা দু’জন দীর্ঘ দিন ধরে ভোলা ক্লাবে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছে বলে জানায় র্যাব।
র্যাব সদস্যরা আরও জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভোলা ক্যাম্পের কমান্ডার এএসপি ইফতেখারুজ্জামানের নেতৃত্বে ভোলা সদর থানার সামনে ভোলা ক্লাবে অভিযান চালানো হয়।
এসময় ক্লাবের ভিতর থেকে মো. মাইনুদ্দিন ও মো. মজিবর নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তল্লাসী চালিয়ে একটি কাঠের আলামারী থেকে ১৭ বোতল বিদেশী মদ ও বিভিন্ন ব্রান্ডের ৩৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার এএসপি ইফতেখারুজ্জামান বলেন, আটক মো. মাইনুদ্দিন ও মজিবরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।