বুধবার, ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি।। লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির আওতায় ৫ এপ্রিল শুক্রবার দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া সংগঠনের উদ্যোগে ৬ এপ্রিল দেশের মহানগরে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
দুদিনের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।