বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে আলিম পরিক্ষার্থিদের বিদায় সবংর্ধনা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে আলিম পরিক্ষার্থিদের বিদায় সবংর্ধনা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের করিমজান মহিলা কামিল (এমএ) মাদ্রাসার আলিম (এইচএসসি) পরিক্ষার্থীদের বিদায় সবংর্ধনা ও দোয়া মিলাদ মাহফিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ বিদায় সবংর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ মিয়া, চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন আখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একদিন এদশের নেতৃত্ব দিবে আর তাই নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বাল্য বিয়ে থেকে নিজেদের দুরে রাখতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। মন দিয়ে লেখা পড়া করে এ জাতিকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাসেম মহাজন বলেন, আমাদের আলেম সমাজ আছে বলেই আজ আমাদের চরফ্যাসনে ঐতিহ্যবাহি মহিলা মাদ্রাসা আছে আর এ মহিলা মাদ্রাসার জন্যই আমাদের শিক্ষার্থী বোনেরা ইসলামিক জীবনধারায় বেড়ে উঠছে। এ দেশকে সু-শিক্ষায় শিক্ষিত করতে মেয়েদেরকে এগিয়ে আসতে হবে কারণ একজন শিক্ষিত মা একটি শিক্ষিত পরিবার গড়তে অগ্রনি ভূমিকা রাখতে পারে আর একটি শিক্ষিত পরিবার সমাজ তথা একটি রাষ্ট্রকে বাহিবিশ্বেও উন্নত উচ্চতায় নিয়ে যেতে পারে। আর তাই আমার মা বোনদের বলব বাঙ্গালি জাতির মেরুদন্ডকে শক্তিশালি করতে নারী সমাজকে মানষিকভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে।
করিমজান মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল খালেকের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন করিমজান মহিলা কামিল মাদ্রাসার সহকারি অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াকুব শরিফ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী বৃন্দ।