
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে গানে কবিতায় শুভেচ্ছা নিবেদন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে গানে কবিতায় শুভেচ্ছা নিবেদন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রিপন শান : ভোলার লালমোহনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী সৃজনশীল অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের নবগঠিত সাংস্কৃতিক টীম কৃষ্টিকাননের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শুভেচ্ছা নিবেদন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবীর। কৃষ্টিকাননের চেয়ারম্যান, অনুষ্ঠান সফলায়ন কমিটির সভাপতি ও কলেজের বাংলা প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বদরপুর ইউনিয়ন উত্তর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেকান্দার হাওলাদার, সহকারী অধ্যাপক সাংবাদিক মিজানুর রহমান লিপু, বদরপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন্সী সানাউল্যাহ মিয়া, সমাজ বিজ্ঞান প্রভাষক রফিকুল ইসলাম মলিন, ইসলামের ইতিহাস প্রভাষক সোলাইমান সোহাগ প্রমূখ। অনুষ্ঠানের প্রথম পর্বে দোয়া মুনাজাত পরিচালনা করেন কলেজে কমিটির সদস্য আলহাজ্ব খলিলুর রহমান মৃধা। অনুষ্ঠানে ২য় পর্বে ‘‘চলো জীবনের গান গাই” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি রিপন শানের নির্দেশনায়, কবি শামসুর রাহমান এর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং গীতিকবি আহমেদ কায়সার রচিত জাতির জনক বঙ্গবন্ধুকে নিবেদিত ‘কান্না’ কবিতার কোরাস পরিবেশনা করে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় কৃষ্টিকাননের শিল্পীরা। জমজমাট নাচের তালে তালে আগত দর্শক শ্রোতাদের বিপুলভাবে মুগ্ধ করে লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিল্পীরা।