বুধবার, ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত-১।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যশনে সড়ক দুর্ঘটনায় পারভেজ (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহী। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মায়া ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হৃদয় (১৯) ও আসাদুজ্জামান (৩৫)।
নিহত কিশোর পারভেজের বাড়ি পটুয়াখালি জেলার গলাচিপা থানার ছোট মাইজদা ইউনিয়োনের খইলসাখালি গ্রামে।
জানা গেছে, পারভেজ চরফ্যসন উপজেলার শশিভূষণ থানার আন্জুরহাটে তার ফুফা রুহুল আমিনের বাড়িতে বেড়াতে আসে। বন্ধুদের নিয়ে স্থানীয় সাংসদের খামার বাড়ি ঘুরতে যাওয়ার সময় মায়া ব্রিজ সংলগ্ন সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, নিহত পারভেজকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আহতদের ভর্তি করা হয়েছে।
চরফ্যাশন থানার এস. আই ওয়াজেদ আলি বলেন, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।