সোমবার, ১৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » বরিশাল | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪দলের আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪দলের আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।
এছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণআজাদী লীগের এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন প্রমুখ আলোচনা সভায় অংশ নেবেন।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।