মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সিইসির পথ অনুসরণ করেছেন ভিসি-রিজভী।। লালমোহন বিডিনিউজ
সিইসির পথ অনুসরণ করেছেন ভিসি-রিজভী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নজিরবিহীন অনিয়ম ও জালিয়াতি হয়েছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সিইসির পথ অনুসরণ করে প্রহসন ও সন্ত্রাসী কায়দায় নির্বাচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি।’
মঙ্গলবার ১২ মার্চ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
এ সময় ডাকসু নির্বাচনের ফল অস্বাভাবিক উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের নির্দেশে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।’
রিজভী বলেন, ‘ভিপি থেকে সর্বশেষ সদস্য পর্যন্ত একটা ফিক্সড প্যানেল ভোট থাকে। এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু দেখা যাচ্ছে, ছাত্রলীগের যিনি ভিপি ও জিএস এবং কোটা আন্দোলনের ভিপি ও জিএসের মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো কারিগরি হয়েছে কি না, সেই কারিগরির কোনো ব্লু প্রিন্ট ফুলার রোডের ভাইস চ্যান্সেলরের বাসভবনে হয়েছে কি না…।’
সরকার বিএনপির চেয়ারপারসনের জীবননাশের চক্রান্ত করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘দুরভিসন্ধির অংশ হিসেবে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা করাতে চায় খালেদা জিয়ার।’ অবিলম্বে দলীয় প্রধানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানান রিজভী।