রবিবার, ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » মাদকের ‘স্বর্গরাজ্য’ ভোলার শশীভূষণ।। লালমোহন বিডিনিউজ
মাদকের ‘স্বর্গরাজ্য’ ভোলার শশীভূষণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : দিন দিন মাদকের স্বর্গরাজ্যে পরিনত হচ্ছে ভোলার শশীভূশণ থানা এলাকা। আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির ফলে যত্রতত্র বিক্রি হচ্ছে মদ, গাঁজা ও ইয়ারাসহ অন্যান্য মাদকদ্রব্য। বর্তমানে শশীভূষণের বিভিন্ন পয়েন্টে অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা, গার্জাসহ বিভিন্ন মাদকদ্রব্য। আর মাদকসেবীদের কাছে গাঁজা, ইয়াবা মিলছে যখন তখন। এ যেনো মেঘ না চাইতেই বৃষ্টি। বাড়িতে বসেই পেয়ে যাচ্ছে গাঁজা। আর প্রশাসনের কর্তাব্যক্তিদের অনৈতিক সুবিধা দিয়েই এসব অসামাজিক কর্মকা- চলছে বলেও অভিযোগ রয়েছে।
মাদকের ভয়াবহ থাবায় ধ্বংস হচ্ছে যুবসমাজ। যে বয়সে পড়াশুনা ও খেলাধুলায় মনোযোগী হওয়ার কথা, সে বয়সে তাদেরকে স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে মাদকের নেশা। যুবকদের পাশাপাশি স্কুলগামী কিশোর ও পথশিশুরাও আসক্ত হয়ে পড়ছে সর্বনাশা মাদকের নেশায়। আর এ নেশায় আক্রান্ত হয়ে অন্ধকার জীবনে হারিয়ে যাচ্ছে অনেক তাজা প্রাণ। নেশা গ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে বেশিরভাগই নিন্মবিত্ত পরিবারের সন্তান। যাদের বয়স ১৫ থেকে ২৫ বছর। ধূমপানের পাশাপাশি এসব যুবকরা এখন গাঁজা, ফেন্সিডিল,জুতায় লাগানোর পেস্টিং (ড্যান্ডি), চোলাই মদসহ সর্বনাশা ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। স্কুলগামী শিক্ষার্থীদের পাশাপাশি পথশিশুরাও প্রতিদিন বিভিন্ন স্পটে মাদক সেবন করছে। হাত বাড়ালেই মিলছে গাজাঁ, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক। আগামীতে যারা দেশের নেতৃত্ব দেবে সেই তরুণদের একটি বড় অংশ এখন ইয়াবা সেবন করে বিপথগামী হচ্ছে।
মাদক সহজলভ্য হওয়ায় দিন দিন সেবনকারী ও বিক্রেতারদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। অন্যদিকে, নেশার জন্য টাকা জোগাড় করতে বাড়ছে চুরি,চাঁদাবাজী, ছিনতাইয়ের মতো একাধিক ছোট-বড় ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপাওে গত ৪মাস ধরে চোখে পড়ার মত কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি প্রশাসনকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গত শনিবার(৯মার্চ) বিকেলে শশীভূষণ বাজারের দক্ষিণ মাথায় ইয়াবা সেবনের সময়, পুলিশ হানা দিয়ে তিন মাদক বিক্রেতা ও সেবককে আটক করে। আটক তিনজনের মধ্যে দুইজন হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। কিন্তু পরে হান্ডকাপ উদ্ধার হলেও আসামী আর গ্রেফতার হয়নি।
গোপন সূত্রে জানা যায়, শশীভূষণ থানা এলাকায় একাধিক স্পটে রয়েছে মাদক ব্যবসায়ী,ও সেবনকারীদের শক্তিশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ জনগণ ভয়ে মুখ খুলতেও নারাজ। এসব বিষয়ে আইন-শৃঙ্খলা আরো জোড়দার করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।