সোমবার, ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » উপজেলা পরিষদ নির্বাচন: চরফ্যাশনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।। লালমোহন বিডিনিউজ
উপজেলা পরিষদ নির্বাচন: চরফ্যাশনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার চরফ্যাশনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার ৪ মার্চ বেলা ১২টায় চরফ্যাশন উপজেলা নির্বাচন কার্যালয়ে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং চেয়ারম্যান পদে ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন ভোলা সদর নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
মনোনয়নপত্র দাখিল করেছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন আখন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সাইদুর রহমান স্বপন ও সাবেক ভাইস চেয়ারম্যান ছাদেক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলিমা ফারুক মিলা ও নাছিমা আক্তার।
ভোলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, জাতীয় পাটির চরফ্যাশন উপজেলা সভাপতি মো. মনিরুজ্জামান শহীদ।
চরফ্যাসন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, বিকাল ৫টায় পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ১জন, জাতীয় পার্টি থেকে ১জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়পত্র দাখিল করেছেন।
তবে উপজেলা চেয়ারম্যান পদে আরো ১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন ভোলা সদর নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান তিনি।