সোমবার, ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উৎসবমূখর পরিবেশে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে উৎসবমূখর পরিবেশে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে লালমোহন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উৎসব মূখর পরিবেশে সোমবার ৪ মার্চ সকাল ১০টা থেকে উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
উপজেলার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ
জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব এলাহী।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একে এম নজরুল ইসলাম ভোলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন,
বর্তমান ভাইস চেয়ারম্যান ও লালমোহন পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন
ও জাতীয় পার্টি মনোনিত জাহাঙ্গীর আলম ফারুক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম,
উপজেলা মহিলালীগ সাধারণ সম্পাদক আফরোজ ইয়াসমিন শিখা
ও শাহিনা আক্তার নাসিমা।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আমির খসরু গাজি বলেন, লালমোহনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও জাতীয় পাটির মনোনিত প্রার্থী মোহাম্মদ মাহবুব এলাহি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একে এম নজরুল ইসলাম ভোলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।