শনিবার, ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিনোদন | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘পাসওয়ার্ড’ চলছে শাকিবকে ছাড়াই।। লালমোহন বিডিনিউজ
‘পাসওয়ার্ড’ চলছে শাকিবকে ছাড়াই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বিরোদন ডেস্ক : শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ১মার্চ শুক্রবার থেকে ছবির শুটিং শুরু হলেও শুটিংয়ে নেই শাকিব খান। শুটিংয়ে অংশ নিচ্ছেন মিশা সওদাগর, অভিনেতা ইমন, শবনম বুবলী। এমটাই জানিয়েছেন শাকিব খানের সহযোগী প্রযোজক মোহাম্মদ ইকবাল।
ইকবাল বলেন, ‘গতকাল শুক্রবার থেকে আমরা ছবির শুটিং শুরু করেছি। তবে এখনই শাকিব খান ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন না। আগামী পাঁচ তারিখ থেকে শাকিব খানের শুটিং করার কথা রয়েছে। আমরা টানা শুটিং করে ছবিটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে ঢাকায় একটি বাড়িতে শুটিং করছি। নিরাপত্তার স্বার্থে আমরা বাড়ির ঠিকানা প্রকাশ করছি না। এখানে আরো তিনদিন শুটিং করব। এরপর আমরা এফডিসিতে শুটিং করব।’
ইকবাল আরো বলেন, ‘এখানে আমরা মিশা সওদাগরের অংশ শুট করছি। শুটিংয়ে অংশ নিচ্ছেন মিশা সওদাগর, ইমন, বুবলীসহ অন্য শিল্পীরা। অনেক সুন্দর বড় একটি বাড়ি আমরা অ্যারেঞ্জ করেছি, যা আমাদের দেশি চলচ্চিত্রে ব্যবহার করা হয়নি। আশা করি ছবির সব বিষয়ে এমন চমক থাকবে।’
এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করবেন শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
শাকিব খান এরই মধ্যে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন। পরিচালক কাজী হায়াৎ অসুস্থ থাকার কারণে দেশের বাইরে আছেন, তাই ছবির কাজ শুরু করা যায়নি। এই ছবিতেও শাকিব খান জুটি বেঁধেছেন নায়িকা শবনম বুবলীর সঙ্গে।