শনিবার, ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » কাশ্মীরের বিরোধপূর্ণ অঞ্চলে আবারও গোলাগুলি।। লালমোহন বিডিনিউজ
কাশ্মীরের বিরোধপূর্ণ অঞ্চলে আবারও গোলাগুলি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের বিরোধপূর্ণ অঞ্চলে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
শনিবার ২ মার্চ এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা।
গত ১মার্চ শুক্রবার রাত থেকে ২মার্চ শনিবার ভোর পর্যন্ত পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের সেনাদের মধ্যে একে অপরের পোস্ট, গ্রাম ও সীমান্ত লক্ষ্য করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে একই পরিবারের তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর অঞ্চলে এক বালক নিহত ও তিনজন আহত হয়েছেন।
পাকিস্তানের সরকারি কর্মকর্তা উমর আজম বলেন, ভারতীয় সেনারা সীমান্তে নির্বিচারে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
গত মঙ্গলবার রাতে পাকিস্তানের ভেতরে ভারতীয় বিমান বাহিনীর হামলার জবাবে বুধবার কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ভারতের দুটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত ও একজন পাইলটকে আটক করার পর সীমান্তে গোলাগুলি চলছে।
আটক ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে শুক্রবার ছেড়ে দেয় পাকিস্তান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজেদের সংবরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।