শনিবার, ৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে যৌতুক না পাওয়ায় দ্বিতীয় বিয়ে
চরফ্যাশনে যৌতুক না পাওয়ায় দ্বিতীয় বিয়ে
চরফ্যাশন সংবাদদাতা : চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর ৮নং ওয়ার্ডের চাহিদা মোতাবেক স্ত্রী যৌতুকের টাকা মিটাতে না পারায় দ্বিতীয় বিয়ে করলেন জহিরুল ইসলাম । অসহায় নাজমা বেগম ৩ সন্তান নিয়ে এখন মানবেতর জীবন-যাবন করেছেন বলে অভিযোগ রয়েছে। স্ত্রী এখন আইনী সহাতার পাওয়ার দাবী জানিয়েছেন।
কমিনিউটি ল্যাগেল সার্ভিস(সিএলএল)আবু বক্করপুর ইউনিয়ন সুপার ভাইজার নাজমা বেগম জানান, ১৯৯৮সালে আবুবক্করপুর ৮নং ওয়ার্ডের বেলায়েত হোসেন বেপারী‘র ছেলে জহিরুল ইসলামের সাথে নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহিনের কন্যার সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক ১৯৯৮সালে ৩০হাজার টাকা দেন মহরে বিবাহ সম্পন্ন হয়। পারিবারিক জীবনে ২ছেলে ও ১কন্যা রয়েছে। ৩সন্তান রেখে জহিরুল ইসলাম স্ত্রীর কাছে যৌতুক দাবী করে । নাজমার পরিবার দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী নাজমা বেগম বে-সরকারী সংস্থা কোষ্ট ট্রাষ্টের শালিশী পরিষদের অভিযোগ করলে তা এখন বিচারাধীন। অসহায় নাজমা এখন ৩সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। আইনী সহায়তার দাবী জানিছেন অসহায় নাজমা বেগম। এই ব্যপারে নাজমার স্বামী জহিরুল ইসলাম জানান, যৌতুকের দাবী সঠিক নয় দ্বিতীয় বিয়ে করেছেন বলে তিনি স্বীকার করেছেন।