সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নবনির্বাচিত এমপিদের প্রশিক্ষণ দেবে সংসদ।। লালমোহন বিডিনিউজ
নবনির্বাচিত এমপিদের প্রশিক্ষণ দেবে সংসদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে সংসদ সচিবালয়। আগামীকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) থেকে দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।
মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মশালার উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
সংসদ ভবনের শপথ কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
জানা গেছে, প্রশিক্ষণ কর্মশালায় নতুন এমপিদের সংসদীয় রীতিনীতি সম্পর্কে ধারণা দেয়া হবে। এছাড়াও কীভাবে জনগণের কল্যাণে কাজ করা যায় সে বিষয়েও তাদের প্রশিক্ষণ দেয়া হবে।