রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুই শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে দুই শতাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ২১৮ পিচ ইয়াবাসহ মাদক ও চুরির একাধিক মামলার আসামীকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ।
জানা যায়, পুলিশ সুপার ভোলা মো. মোকতার হোসেন’র নির্দেশে রবিবার ১৭ ফেব্রুয়ারি ১২.৩০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল এবং লালমোহন থানা অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় ২১৮ পিচ ইয়াবাসহ মিরাজ হোসেন নামের বহু মামলার আসামীকে গ্রেফতার করেন তারা।
গ্রেফতার মিরাজের নামে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় মামলা প্রস্তুস্তি চলছে।