বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » হুইলচেয়ারে করে এসে ব্যাংক ডাকাতি!
হুইলচেয়ারে করে এসে ব্যাংক ডাকাতি!
আন্তর্জাতিক ডেস্ক : অভিনব কায়দায় ব্যাংক ডাকাতি করেছে এক ডাকাত। হুইলচেয়ারে করে এসে দিনেদুপুরে ব্যাংকে ডাকাতি করে ওই ব্যক্তি। এ ঘটনা ঘটেছে খোদ নিউইয়র্কে।
অস্টোরিয়ার ব্রডওয়ের স্যানটারডার ব্যাংকে কাজের দিনে অভিনব পদ্ধতিতে প্রায় ১০০০ ডলার ডাকাতি করে নির্বিঘ্নেই পালিয়ে যায় ওই ব্যক্তি।
বছর ২০-এর ওই ডাকাতের পরনে ছিল জিনস। মাথায় হুড। ব্যাংকে এসে এক কর্মীকে শুধুমাত্র এক টুকরো কাগজ ধরিয়ে দেন তিনি। কোনো অস্ত্র দেখায়নি তিনি।
কিন্তু ব্যাংকের ওই কর্মী ১,২১২ ডলার ওই ডাকাতের হাতে তুলে দেয় বলে জানিয়েছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কাজ হাসিল করার পর ধীরে সুস্থে বেরিয়ে যান ওই ডাকাত।