শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ‘প্রতিটি প্রতিষ্ঠানকে কাজের পরিসর নির্ধারণ করে দেয়া হয়েছে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
‘প্রতিটি প্রতিষ্ঠানকে কাজের পরিসর নির্ধারণ করে দেয়া হয়েছে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম প্রতিনিধি : ‘প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব কাজের পরিসর নির্ধারণ করে দেয়া হয়েছে। মন্ত্রণালয় কী করবে, সিডিএ কী করবে, সিটি কর্পোরেশন কী করবে-এসব নির্ধারিত আছে।
সুতরাং সবাইকে নিজ গণ্ডির ভেতরে থেকে কাজ করতে হবে। মনে রাখতে হবে, সব প্রতিষ্ঠানই বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করছে।’ বলে মন্তব্য করেছেন বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে দোকান নির্মাণ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএর সঙ্গে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দ্বন্দ্ব বাধে, যা শেষ পর্যন্ত হাইকোর্টে গড়ায়।
গণপূর্তমন্ত্রী রেজাউল করিম বলেন, ‘প্রতিষ্ঠান আলাদা হলেও সবার উদ্দেশ্য একই। সবাই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে। তাই উন্নয়নকাজ নিয়ে কোনো অজুহাত দেখানো যাবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজের সমন্বয় করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘দেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে, সেটি চলমান রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। তিনি প্রত্যাশা করেন, যারা উন্নয়নকাজে নিয়োজিত, তারাও স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’
‘জীবন খুব দীর্ঘস্থায়ী নয়। আজকে যে পদে আছেন, কাল সে পদে আপনি নাও থাকতে পারেন। কিন্তু আপনার ওপর অর্পিত দায়িত্ব যদি ঠিকভাবে পালন করেন, তবে মানুষ মনে রাখবে’- যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘কোনো অজুহাতে উন্নয়ন প্রকল্প থেমে থাকবে, জনগণ ভোগান্তির শিকার হবে এবং এর দায়ভার শেখ হাসিনার সরকারের কাঁধে যাবে, সেটি কোনোভাবেই কাম্য নয়’- যোগ করেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।