বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » উপজেলা নির্বাচন ৩য় ধাপ : ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ।। লালমোহন বিডিনিউজ
উপজেলা নির্বাচন ৩য় ধাপ : ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দেশের ১২৭টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তৃতীয় ধাপে আরও ১২৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।
এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ এবং বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।