মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রুপালী লাইফ ইনসিওরেন্স’র মৃত্যু দাবি চেক হস্তান্তর।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে রুপালী লাইফ ইনসিওরেন্স’র মৃত্যু দাবি চেক হস্তান্তর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সিরাজ মাসুদ : লালমোহনে রুপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির লিমিটেড এর মৃত্যু দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি দুপুরে লালমোহন জোনাল অফিসের আয়োজনে রিজিওনাল কো- অডিনেটর উন্নয়ন মোঃ নিরব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রুপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির লিঃ যুগ্ম সহকারী ব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন মোঃ মামুন ফরাজী।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, ডিভিশনাল কো- অডিনেটর উন্নয়ন মোঃ মিরাজ হোসেন, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ভোলা এড়িয়া ম্যানেজার মোঃ শাহজান মিয়া, লালমোহন শাখার পরিচালক মোঃ সিরাজ মাসুদ, গোন্ডেন লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিঃ লালমোহন শাখার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, জনতা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সেরাজল হক হাওলাদার, রুপালী লাইফ ইনসিওরেন্স লালমোহন জোনাল শাখার ডিভিশনাল কো-অডিনেটর উন্নয়ন মোঃ রফিজুল ইসলাম, ক্যাশিয়ার মোঃ হাসান প্রমুখ।
এ ছাড়াও রুপালী লাইফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং লালমোহন শাখার মাধ্যমে রুপালী লাইফের মৃত্যু দাবিকৃত ৭০ হাজার পাচঁশত ছিয়ানব্বই টাকার চেক মরজিনা বেগমকে প্রদান করেন প্রধান অতিথীসহ কর্মকর্তারা।