শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বরগুনায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে কংকাল বৃদ্ধা।। লালমোহন বিডিনিউজ
বরগুনায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে কংকাল বৃদ্ধা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী উপজেলাধীন গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে মনোয়ারা বেগম (৬৫) নামের এক মহিলা মারা গেছেন। এসময় মারা গেছে তার একটি ছাগলও।
৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৪ টার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দেয়।
নিহত মনোয়ারার ভাই আবদুর রাজ্জাক জানান, ভোর রাতে নামাজ পড়ার জন্য ওযু করতে বের হয়ে তিনি দেখেন মনোয়ারার ঘরে আগুন জ¦লছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে দেখেন মনোয়ারা বেগমের দোচালা টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘরের এক কোনে বৃদ্ধা মনেয়ারার লাশ পুড়ে কংকাল হয়ে পড়ে আছে।
নিহত বৃদ্ধার মেয়ে এলিজা বেগম জানান, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে তার মা মনোয়ারা বেগম ঘুমিয়ে পড়েন। রাতে কিভাবে আগুন লেগেছে তিনি কিছুই বলতে পারেন না। ঘরে মনোয়ারা বেগম একাই ছিল।
সকাল ৭ টার সময় খবর পেয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল, এসআই ফারুক মৃধা, এসআই মাধব চন্দ্র, এসআই নাসরীন ঘটনাস্থলে গিয়ে মনোয়ারার লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাখোয়াত হোসেনকে আটক করেছে পুলিশ।
আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল জানান, পুর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা রাতের আধারে আগুন লাগিয়ে এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় নিহতের মেয়ে এলিজা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।